অতিরিক্ত মদপানের কারণে মাগুরার শালিখা উপজেলায় দুই যুবকের মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
মৃত দুজন হলেন- শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের মনোরঞ্জন দাশের ছেলে সবুজ দাশ (২২) ও একই গ্রামের রাম ঘোষাইয়ের ছেলে দিগন্ত ঘোষাই (২৫)।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, শালিখা উপজেলার ধনেশ্বরগাতি গ্রামের বাসিন্দা প্রতিবেশী সবুজ ও দিগন্ত পেশায় শ্রমিক।
সোমবার রাতে বাড়িতে মদপান করেন। ওই রাতে পাশের বাড়ির একটি অনুষ্ঠানে নাচানাচিও করেন তারা। গভীর রাতে সবুজ ও দিগন্ত অসুস্থ হয়ে পড়েন। পরে দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা করান। পরে অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাদের যশোর ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার সকালের দিকে সবুজ যশোর ও বিকেলে দিগন্ত মাগুরা সদর হাসপাতালে মারা যান।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক সবুজের এক আত্মীয় বলেন, সোমবার রাতে মদ পান করে অসুস্থ হওয়ার পর স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তারা মারা যান।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ পদ বিশ্বাস বলেন, অতিরিক্ত মদ পান করে অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালেই একজনের মৃত্যু হয়। অপরজনকে যশোরে নেওয়ার পর মৃত্যু হয়।
শালিখা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওলি মিয়া বলেন, একজন মদ পানে মারা গেছেন এমন তথ্য পেয়েছি। আরেকজনের মৃত্যু কীভাবে হয়েছে তা পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আর লাশ দুটির ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রতিনিধি/এসএস