শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে চার মাদরাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ১৭৫ পরীক্ষার্থী

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৪, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে চার মাদরাসায় শতভাগ পাশ, জিপিএ-৫ পেয়েছে ১৭৫ পরীক্ষার্থী

এইচএসসি ও সমমানের পরীক্ষায় মিরসরাইয়ে জিপিএ-৫ পেয়েছে ১৭৫ পরীক্ষার্থী। উপজেলায় শতভাগ পাস করেছে ৪টি মাদরাসা।

thumbnail_Mirsarai_HSC_Result_Photo_(1)


বিজ্ঞাপন


জানা গেছে, এইচএসসিতে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে পাসের হার ৯৮.৭০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন, মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৭.৬২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮০ জন, নিজামপুর সরকারি কলেজে পাসের হার ৮০.৩৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। আলিমে সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসায় পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ৩ জন, গনিয়াতুল উলুম হোছাইনিয়া আলিম মাদরাসায় পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ১ জন, শান্তিরহাট আলিম মাদরাসায় পাসের হার শতভাগ, জামেয়া রহমানিয়া ফাজিল মাদরাসায় পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ১ জন।

আরও পড়ুন

ছাত্র আন্দোলনে শহীদ নাফিসা এইচএসসি পাস করেছেন

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির খান বলেন, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মিরসরাইয়ে ৭টি কলেজ, ৮টি মাদরাসা ও ১টি ভোকেশনাল কলেজ থেকে ২ হাজার ৮২৫ জন পরীক্ষার্থী অংশ করেছিল। কৃতকার্য হয়েছে ২ হাজার ৪০৪ জন পরীক্ষার্থী। এইচএসসিতে পাসের হার ৮৩.৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৫৮ জন। আলিমে পাসের হার ৯৭.৬৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৭ জন পরীক্ষার্থী। নিজামপুর সরকারি কলেজে এইচএসসি (কারিগরি) শাখায় পাসের হার ৯১.২৩ শতাংশ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর