শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে যথারীতি আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এই স্থল বন্দরে।
এদিকে, গত ছয় দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় মাল খালাসের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন পড়ে গেছে ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা এলাকায়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের আহবায়ক হাবিবুর রহমান
তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। এতে বন্দরের সঙ্গে জড়িত সবার মাঝে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
তিনি বলেন, বন্দরের প্রতিদিন আমদানি ও রফতানির বিভিন্ন কার্যক্রমে পাঁচ হাজার মানুষের কর্মযজ্ঞ শুরু হয়। সিএন্ডএফ এজেন্ট, কর্মচারী অ্যাসোসিয়েশন, শ্রমিক মিলে ২০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান রয়েছে স্থল বন্দরটিতে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত: গত ৯ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিনের ছুটির কবলে পড়ে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দর এক চিঠিতে জানায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তাদের ছুটি চলবে। এসময় সব ধরণের পণ্যের আমদানি-রফতনি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে তারা। এতেকরে ভোমরা স্থলবন্দরেও আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে।
প্রতিনিধি/এসএস