রাজবাড়ীতে ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানের জন্য ভ্যানে চড়ে বাজার করতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বাবা রজব প্রামাণিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
রজব প্রামানিক (৫০) বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জেকের প্রামানিকের ছেলে। তিনি পেশায় কৃষক।
জানা যায়, রজব প্রামানিক তার ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানের বাজার করতে ভ্যানযোগে নারুয়া বাজারে যাচ্ছিলেন। এসময় গাড়াকোলা বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন রজব প্রামানিক। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আহত রজব প্রামানিকের ফরিদপুর হাসপাতালে মৃত্যু হয়েছে। এ বিষয়ে কেউ এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেননি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস