মিরসরাইয়ে ৯টি চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য কর্মকর্তারা। জালগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেরখালী স্লুইসগেট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেল হতে মৎস্য বিভাগের অভিযানে এগুলো জব্দ করা হয়।
বিজ্ঞাপন
এবিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে রোববার মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলার সাহেরখালী স্লুইসগেট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেল হতে মৎস্য বিভাগের অভিযানে ৮টি মশারি জাল ও ১টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। এই অভিযান অব্যাহত থাকবে। এসময় বাংলাদেশ কোস্টগার্ড মিরসরাই স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোসলেহ উদ্দিনসহ মৎস্য কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশসহ সাগরে যেকোনো প্রজাতির সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

