শেরপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে রাতে ইনজেকশন দেওয়ার পর অন্তত অর্ধশত ভর্তি রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। যদিও জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, এটি ইনজেকশনের ফলে নয়; এরা হিস্টিরিয়া নামক একটি মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন।
রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর হাসপাতালের ৭ নম্বর মহিলা মেডিসিন ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
উপস্থিত রোগীর স্বজনরা জানান, রাতে ওয়ার্ডে কর্তব্যরত নার্স রোগীদের অসুধ ও ইনজেকশন দেয়। এর কিছুক্ষণ পরই একে একে রোগীরা শ্বাসকষ্ট, বমি ও জ্বরে আক্রান্ত হতে থাকেন। এসময় আতঙ্কিত হয়ে পরেন রোগীর স্বজনরা। সেসময় দায়িত্বরত নার্সদের জানানো হলেও তারা কোনো সাড়া দেননি। পরে রোগীর স্বজনরা তাদের রোগীদের দ্রুত জরুরি বিভাগে নিয়ে যায়। অসুস্থ কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে হাসপাতালে আবাসিক চিকিৎসক এসে তাদের প্রাথমিক চিকিৎসা দিলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, ইনজেকশনের কারণে অসুস্থ হয়ে পড়েননি তারা। বরং হিস্টিরিয়া নামক একটি মানসিক রোগে আক্রান্ত হয়েছিলেন। এ রোগে আক্রান্ত ব্যক্তির মধ্যে দুর্দমনীয় ভয় ও অতিরিক্ত আবেগ লক্ষ্য করা যায়। বর্তমানে সবাই সুস্থ আছেন।
প্রতিনিধি/টিবি

