সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪, ০১:২০ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার (১৫ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিতব্য এক কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: জামায়াতে ইসলামীর ব্যাপারে যা বললেন ফরিদপুরের হিন্দু নেতারা

মঙ্গলবার সকাল ৯টায় শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে এ কর্মী সম্মেলন। সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমসহ কেন্দ্রীয়, আঞ্চলিক ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করবেন। 

এ উপলক্ষে রোববার (১৩ অক্টোবর) রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে জেলা জামায়াতে ইসলামী।

আরও পড়ুন: কেরানীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


বিজ্ঞাপন


ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন - কেন্দ্রীয় মজলিশে শুরা ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য সাবেক জেলা আমির অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম খাদেম, জেলা নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, জেলা সেক্রেটারি মুহা. মোবারক হোসাইন ও ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আতিকুল ইসলাম ভূইয়া প্রমুখ। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর