সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইলিশের দর পতন: চাঁদপুরে বিপনীবাগ বাজারে ৫০ মণ মাছ অবিক্রিত

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

ইলিশের দর পতন, চাঁদপুরে বিপনীবাগ বাজারে ৫০ মণ মাছ অবিক্রিত

পদ্মা-মেঘনায় ৭০ কিলোমিটার অভয়াশ্রমে মা ইলিশ ধরার ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা গত মধ্যরাত থেকে আরোপের আগে শনিবার সন্ধ্যা থেকেই জেলা শহরের প্রায় সব মাছ বাজারে ইলিশের দর পতন হতে থাকে।

কেজিতে হাজার ১ হাজার ২০০ টাকা কমে বিক্রি হয় ইলিশ। ব্যবসায়ীরা বলেছেন ‘এবার ধরা খেলাম শেষ সময়ে’। অথচ গত বুধবার ও বৃহস্পতিবার  এক কেজি ইলিশ বিক্রি হলো ২ হাজার থেকে আড়াই হাজার টাকা করে। শুক্রবার এক কেজি ইলিশ বিক্রি হলো ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায়, যা ছিল স্মরণকালের রেকর্ড।


বিজ্ঞাপন


লক্ষ্য করা গেছে, শনিবার রাত যত গভীর অর্থাৎ বাড়ছিল কেজি প্রতি ইলিশের দামও কমে আসছিল। বাজারে ক্রেতাও ছিল কম। জেলার সবচেয়ে বড় মাছ ঘাট ‘বড় স্টেশন মাছ ঘাটে’ও ইলিশের দর পতন হয়েছে।

এ ঘাটে দাম কমে ১ হাজার ৫০০ থেকে শুরু করে ১ হাজার ৭০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি হয় গতকাল বিকেলে ও সন্ধ্যা রাতে।

প্রবীণ ব্যবসায়ী নুরুল ইসলাম ও সাজাহান সরদার জানান, শনিবার প্রায় ৩০০ মণ ইলিশের  আমদানি হয় এ ঘাটে।

আরও পড়ুন

মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে চাঁদপুরে নৌ র‌্যালি

মৎস্য ব্যবসায়ী সমিতির সম্পাদক আলহাজ্ব শবেবরাত সরকার বলেন, বিক্রির শেষ সময়ে এক কেজির ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায়। ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ টাকা। ৫০০ গ্রামের ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ২০০ টাকা কেজিতে।

অপরদিকে রাত দশটা থেকে সাড়ে দশটায় শহরের ব্যস্ততম কাঁচা বাজার-বিপনীবাগ মাছ বাজারে  গিয়ে দেখা যায়- ইলিশ মাছ কেনার মানুষই নেই। চকচকে ইলিশ সামনে নিয়ে ক্রেতার অপেক্ষায় প্রহর গুনছেন বিক্রেতারা।

বিক্রেতা দেলোয়ার হোসেন বলেন, আজ পুরা ধরা খেলাম। মাছের দাম কমে গেছে। লোকসান হলো অনেক।

মফিজ ব্যাপারী, দেলোয়ার হোসেন শেখ, হাফেজ,  খোরশেদ আলম, হামিদ বাবু নামে এই বাজারের মাছ বিক্রেতারা একই সুরে কথা বললেন।

এ বাজারে দেখা যায়, পদ্মার এক কেজির ইলিশ বিক্রি হলো ১ হাজার ৬০০ টাকায়, ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ১ হাজার ৫০০ কেজিতে। ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হলো হাজার টাকা কেজিতে। ছোট ইলিশ বিক্রি হলো ৫০০ টাকা থেকে ৬০০ টাকা কেজিতে। 

আরও পড়ুন

চড়া দামে বিক্রি হচ্ছে পদ্মা-মেঘনার ইলিশ

এ সুযোগে অনেক ইলিশ প্রেমিক মাছ কিনে বাড়ি ফিরছেন-হাসিমুখে। সদরের দাসাদী ও আমানউল্লাহপুর গ্রামের তিন বন্ধু–জসীম, আনোয়ার ও অন্য একজন। তারা একসঙ্গে ৬টি ইলিশ কিনেছেন ১ হাজার ৪৫০ টাকা কেজিতে ব্যবসায়ী খোরেশেদের কাছ থেকে।

রাত ১১টায় এ বাজারে ২ জন নারী হিজড়াও এসেছিলেন ইলিশ কিনতে। একই অবস্থা দেখা গেছে গতকাল শনিবার শেষ বিকেল থেকে সন্ধ্যারাত অবধি জেলা শহরের পাল বাজার, নতুনবাজার, পুরানবাজার, ওয়ারলেস বাজার, বাবুরহাট বাজার  ঘুরে ঘুরে। মাছের সরবরাহ ছিল যথেষ্ট।

বিপনীবাগের ইলিশ ব্যবসায়ী আব্দুল হামিদ বাবু, আলমগীর হোসেনসহ কয়েকজন রাত ১১টায় জানান, অবিক্রিত ইলিশ ডিপ ফ্রিজে রেখে পরে বিক্রি করা হবে। এভাবে প্রায় ৫০ মণ ইলিশ বিপনীবাগ বাজারে অবিক্রিত থাকে।

ব্যবসায়ীরা বলেন, গত ২ দিন (শুক্র ও শনিবার) ভারতে ইলিশ মাছ রফতানি না হওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে। ইলিশের বাজারে দরপতন হলো।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর