সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে ১০০ ইয়াবাসহ কারবারি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

মিরসরাইয়ে ১০০ পিস ইয়াবাসহ রহিম উল্ল্যাহ প্রকাশ রনি (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টায় মহাসড়কের ঢাকামুখী অংশের উত্তর সোনাপাহাড় এলাকার নাহার মোটরসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার রহিম উল্ল্যাহ উপজেলার করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরকার তালুক এলাকার লেপের সওদাগর বাড়ির মৃত মোহাম্মদ উল্ল্যাহর ছেলে।

Mirsarai_Yaba_Photo_(2)

এসময় তার প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রোভোক্স গাড়ি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

সাবেক এমপি জিল্লুর রহমানের ভাই গ্রেফতার

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকার ঢাকামুখী অংশে অভিযান চালিয়ে সাদা রংয়ের প্রোভোক্স গাড়ি আটক করা হয়। পরবর্তীতে গাড়িতে থাকা রহিম উল্ল্যাহ প্রকাশ রনির শরীরে তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার  টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রোভোক্স গাড়িটি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার রহিম উল্ল্যাহর নামে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন