মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ০৭:০৫ এএম

শেয়ার করুন:

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের ত্রিশালে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ফাতেমানগর রেলওয়ে স্টেশন এলাকায় বগিটি লাইনচ্যুত হয়।


বিজ্ঞাপন


ফাতেমা নগর রেলওয়ে স্টেশন মাস্টার মো. আলমগীর হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, লাইনচ্যুত হওয়া বগিসহ পেছনের তিন বগি রেখে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে। উদ্ধারকারী ট্রেন আসছে দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর