রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

নড়াইলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ০৯:০৬ পিএম

শেয়ার করুন:

নড়াইলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

নড়াইল জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।


বিজ্ঞাপন


এসময় তার সঙ্গে ছিলেন, নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম.এম আরাফাত হোসেন, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী এবং জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিশেষ চেকপোস্ট

এদিন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ নড়াইল জেলার সিঙ্গাশোলপুর, লোহাগড়া উপজেলার দশটি পূর্জামণ্ডপ এবং সদরের কেন্দ্রীয় টাউন কালিবাড়ী পূর্জামণ্ডপসহ অন্যান্য পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া তিনি কোনো ধরনের অনাকাঙিক্ষত ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হওয়ার জন্য পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা প্রদান করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর