সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নড়াইলে তিনদিন ধরে নিখোঁজ ভ্যান চালক রিয়াজ

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ পিএম

শেয়ার করুন:

নড়াইলে তিনদিন ধরে নিখোঁজ ভ্যান চালক রিয়াজ

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিখোঁজের তিনদিন পার হলেও সন্ধান মেলেনি ভ্যান চালক রিয়াজ আলী (১৬) নামে এক কিশোরের।

বুধবার (৮ অক্টোবর) নিখোঁজের ঘটনায় রিয়াজের পিতা মামুন আলী বাদী হয়ে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।


বিজ্ঞাপন


এর আগে, গত মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়িতে ফেরেনি রিয়াজ আলী।

নিখোঁজ রিয়াজের পরিবার ও সাধারণ ডায়রি সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের মামুন আলীর ছেলে রিয়াজ আলী পেশায় একজন ভ্যানচালক। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে ভ্যান নিয় বের হয় সে। তবে প্রতিদিন যথা সময়ে বাড়ি ফিরলেও এদিন সে আর ফিরে আসেনি। তার কাছে কোন মোবাইল ফোন ছিলো না বলেও জানায় পরিবারের লোকজন। এছাড়া রিয়াজের সাথে থাকা ভ্যানটি ও নিখোঁজ রয়েছে। নিখোঁজের পর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে, বুধবার নিখোঁজ রিয়াজের পিতা লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, আমি নতুন যোগদান করেছি আপনি একটু বিট অফিসারের সঙ্গে যোগাযোগ করেন।

এ ব্যাপারে নোয়াগ্রাম ইউনিয়নের বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ বৃহস্পতিবার সন্ধায় মুঠোফোনে জানান, ওই কিশোরকে উদ্ধারের চেষ্টা চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর