শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

পার্বতীপুরে ট্রাকের চাকায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মে ২০২২, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

পার্বতীপুরে ট্রাকের চাকায় যুবকের মৃত্যু
ছবি: ঢাকা মেইল

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইশা (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) সকাল ১১ টায় পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের কেশরভাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উত্তেজিত জনতা আধাঘন্টা পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দু পাশে যানজটের সৃষ্টি হয়।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী অনিক জানায়, সকাল ১১টার দিকে চাল বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-১৫৯০) সৈয়দপুর থেকে পার্বতীপুরের দিকে আসছিলো। ট্রাকটি পথচারী পার্শ্ববর্তী লক্ষ্ণপুর পাঠানপাড়া গ্রামের মনার ছেলে ইশাকে চাপা দেয়। এসময় ট্রাকের পিষ্ট হয়ে তার শরীর দ্বি-খন্ডিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাক আটক করতে সক্ষম হন।

পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) সুজয় কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়ার স্টেশনের কর্মীরা লাশ উদ্ধার করে। প্রায় আধাঘন্টা পর পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর