হবিগঞ্জের বাহুবলে গরু-ছাগল চরানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বাহুবলের দৌলতপুর দক্ষিণপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
স্থানীয়রা জানান, দৌলতপুর গ্রামের দক্ষিণপাড় ও উত্তরপাড়ের লোকজন বসে সিদ্ধান্ত হয়েছে যে কবরস্থানে গরু-ছাগল চরানো যাবে না। দেয়ালও দেওয়া হয়েছে। তারপর সোনাহরের লোকজন গরু-ছাগল চরাচ্ছিলেন।
বুধবার সকালে গরু-ছাগল চরাতে তাজুল ইসলাম নিষেধ করেন। তখন সোনাহরের লোকজন তার ওপর হামলা করে। এ সময় ঘটনাস্থলেই মারা যান তাজুল।
আরও পড়ুন: মুক্তাগাছার সাবেক মেয়র গ্রেফতার
বিজ্ঞাপন
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।
প্রতিনিধি/ এমইউ