বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

পূজা মণ্ডপের পাশে সন্দেহভাজন ঘোরাঘুরির ঘটনায় যুবক আটক

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

পূজা মণ্ডপের আশপাশে দীর্ঘক্ষণ ধরে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি পুটিমারী এলাকায়।


বিজ্ঞাপন


বুধবার (৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গংগাচড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আল ইমরান।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি, নিখোঁজ ১, আহত ১০

ওসি জানান, বেতগাড়ি পুটিমারি এলাকার একটি পূজা মণ্ডপের পাশে রাতে দীর্ঘক্ষণ ধরে সন্দেহভাজনভাবে এক যুবক ঘোরাঘুরি করছিল। মণ্ডপ পাহারার দায়িত্বে থাকা এবং এলাকাবাসী ওই যুবক মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন সন্দেহে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি আরও জানান, আটক ওই যুবকের নাম রফিকুল ইসলাম। কথাবার্তা অনুযায়ী মানসিক সমস্যা আছে বলে মনে হয়। পরে আটক যুবককে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর