রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

জামালপুরে কলেজ সভাপতি ও অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

জামালপুরে কলেজ সভাপতি ও অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

জামালপুরে দিগপাইত শামছুল হক কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে বিএনপির কেন্দ্রীয় নেত্রী সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি ও অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদারকে  অপসারণ দাবিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত মোড়ে এ কর্মসূচি পালিত হয়েছে।


বিজ্ঞাপন


এসময় শিক্ষার্থী ও এলাকাবাসী দিগপাইত শামছুল হক কলেজের অধ্যক্ষ মহির উদ্দিন তালুকদার ও নিলোফার চৌধুরী মনিকে দিগপাইত শামসুল হক কলেজে অবাঞ্ছিত ঘোষণা করে সড়ক অবরোধ করে অবরোধ ও সমাবেশের কারণে প্রায় ১ ঘণ্টা জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

আরও পড়ুন

দিনাজপুরে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের কর্মবিরতি

সমাবেশে বক্তব্য দেন, দিকপাইত শামছুল হক কলেজ প্রভাষক মুশফিকুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, শিক্ষার্থী সিনথিয়া আক্তার, ফাতেমা আক্তার ও সৌরভ হাসান শিশির।

বক্তারা সভাপতি ও অধ্যক্ষকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।


বিজ্ঞাপন


উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় নেত্রী সাবেক এমপি নিলোফার চৌধুরী মনিকে কলেজ গভর্নিংবডির সভাপতি করে গত ৬ অক্টোবর এই কমিটি অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর