বগুড়ায় বিএনপি দলীয় সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়ে গাড়ি ভাঙচুরের মামলায় আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাতে ধুনটের তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা, বগুড়া জেলা পরিষদের সদস্য ফজলুল হক, পশ্চিম ভরনশাহী গ্রামের হাসান খসরু নুপুর।
ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, ২০১৮ সালে নির্বাচনে বিএনপি দলীয় বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ধুনটে অবস্থানকালীন আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ২০১৮ সালে ১১ ডিসেম্বর উপজেলার বেলকুচী গ্রামের রমজান আলীর ছেলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে একটি ভাঙচুর ও নাশকতা মামলা দায়ের করে। ওই মামলায় ৪৬ জন নামীয়সহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়। ওই মামলায় মাসুদ রানা ৭, ফজলুল হক ৮ এবং হাসান খসরু নুপুর ৪৩ নম্বর আসামি।
তিনি আরও জানান, গ্রেফতার তিন আসামিকে মঙ্গলবার (৮ অক্টবর) আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস