মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ঢাকা

যুবলীগ কর্মীকে খুঁটিতে বেঁধে নির্যাতনের পর পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৪, ০৯:২৬ পিএম

শেয়ার করুন:

যুবলীগ কর্মীকে খুঁটিতে বেঁধে নির্যাতনের পর পুলিশে সোপর্দ

বরগুনার তালতলী উপজেলায় জাফরুল হাসান সুমন নামে এক যুবলীগ কর্মীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের পর পুলিশে সোপর্দ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা জাফরুলকে নির্যাতন করেছে। 

গতকাল রোববার সন্ধ্যায় তালতলী বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ একটি মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে।


বিজ্ঞাপন


সুমন তার বাবার জন্য ওষুধ কিনে ওই সময় অটোরিকশায় বাসায় ফিরছিলেন। তালতলী বাজার থেকে কিছু দূর যাওয়ার পরই বেশ কয়েকজন অটো ঘিরে ফেলে এবং তাকে টেনে নামিয়ে পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। অনেকে বিষয়টি দেখলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, সুমনকে বিএনপির ১০-১২ জন নেতাকর্মী ব্যাপক মারধর করে। পরে তাকে তালতলী থানা পুলিশের হাতে তুলে দেয়।

সুমন বলেন, বিএনপির লোকজন তার ওপর অমানসিক নির্যাতন চালিয়েছে। তার বাবা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোছলেম আলী হাওলাদার এ ঘটনার বিচার দাবি করেছেন। তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক জানান, সুমনকে মারধরের কথা তিনি শোনেননি।

তালতলী থানার ওসি কালাম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। সুমন ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে হামলা মামলার অজ্ঞাত আসামিদের একজন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর