রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী-সন্তানসহ আটক ৪

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৪, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

loading/img

ফেনীর ছাগলনাইয়ায় ছুরিকাঘাতে মো. ইলিয়াছ (৪৮) নামে এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী, পুত্রবধূ ও দুই ছেলেকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ফেনীর ছাগলনাইয়ায় উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় আম্বর আলী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন- নিহতের দুই ছেলে শাহপরান আশিক (২৩) ও সাখাওয়াত হোসেন রাকিব (২১), স্ত্রী কহিনুর বেগম (৪০), পুত্রবধূ কামরুন নাহার পান্না (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইলিয়াছ মাদক সেবন করে ঘরে এসে প্রায় সময় স্ত্রী ও ছেলেদের সঙ্গে বিশৃঙ্খলা করত। ওই রাতেও নেশাগ্রস্ত অবস্থায় ঘরে এসে স্ত্রী কহিনুরকে মারধর করে।

এনিয়ে ছেলেদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ইলিয়াছকে মারধর করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

স্বামী ১৪ মাস ধরে সৌদিতে, স্ত্রী অন্তঃসত্ত্বা, এলাকায় সমালোচনা

নিহতের ভাই মো. ওমর ফারুক বলেন, রাত ২টার দিকে মারধর করে ছেলেরা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। পথিমধ্যে মৃত্যু হলে রাতেই ভাইকে তারা বাড়িতে নিয়ে আসেন। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ছাগলনাইয়া থানা পুলিশকে জানালে সকালে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার বুক, পিঠ ও কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী, পুত্রবধূ ও দুই ছেলেসহ ৪ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর