সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে মো. সোহেল রানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৬ অক্টোবর) ভোরে লক্ষীপুর গ্রামের ভূতের দিয়ার খালে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা যায়, ভোরে ভূতের দিয়ার খালে মাছ ধরতে যান সোহেল। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে নিকটস্থ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, সাপ ছোবলে এক যুবকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/ এজে