মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

আম বাগানে বজ্রপাতে গরুর রাখাল নিহত

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পিএম

শেয়ার করুন:

loading/img

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে সাইরুল ইসলাম (১৭) নামে এক গরুর রাখালের মৃত্যু হয়েছে।

রোববার (৬ অক্টোবর) বিকেল আড়াইটার সময় জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউয়িনের পাহাড়পুর গ্রামের আম বাগানে এ ঘটনা  ঘটে।


বিজ্ঞাপন


নিহত সাইরুল ইসলাম মল্লিকপুর ফুলবাড়ি গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গল থেকে ১৭ ককটেল উদ্ধার

স্থানীয়ের মাধ্যমে জানা যায়, ফুলবাড়ি গ্রামে রতনের বাড়ির পাশে আম বাগানে গরু চরাচ্ছিলেন সাইরুল ইসলাম। এই সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি মারা যান।

নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ফরিদ জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন