বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

পানি নিষ্কাশনের দাবিতে সড়ক অবরোধ, ৫ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

loading/img

নাটোরের গুরুদাসপুরে কয়েকশ বিঘা জমির ধান ও পাঁচশতাধিক পরিবার পানিবন্দী থাকায় পানি নিষ্কাশনের দাবিতে সড়ক অবরোধ করে স্থানীয়রা। এসময় সড়কে দাঁড়িয়ে মিছিল করে তারা। পরে খবর পেয়ে এসিল্যান্ড, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে।

রোববার (৬ অক্টোবর) উপজেলার চাঁচকৈড়-বিলদহর সড়ক অবরোধ করে স্থানীয়রা। এতে সড়কে যান চলাচল বন্ধ হলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর ভিটাপাড়া, সাবগাড়ী ভিটাপাড়া, মহিষমারিসহ প্রায় ১০টি গ্রামের মাঠে অতিবৃষ্টি এবং বর্ষার পানি নিষ্কাশনের জন্য সরকারি খাল ছিল। কিন্তু গত ৫ বছরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে অপরিকল্পিতভাবে পুকুর খনন করা হয়েছে। ফলে পুকুরের মুখে পড়ে খালগুলো বন্ধ হয়ে যায়। এতে করে বর্ষার পানি বের হতে না পারায় মাঠের ফসল ও আশপাশ এলাকার বাড়ি ঘরগুলো পানিবন্দী হয়ে পড়েছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত পানিবন্দী হয়ে পড়ে হাজারও মানুষ। এই দুর্ভোগ থেকে প্রতিকার পেতেই সকালে সড়ক অবরোধ করে। এতে ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপ স্থানীয়রা অবরোধ তুলে নেয়।

আরও পড়ুন

চাঁদপুরে অবৈধভাবে কৃষি জমির মাটিকাটায় মালিকের কারাদণ্ড

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার ঢাকা মেইলকে বলেন, খালের পাশ ঘিরে কিছু ব্যক্তি পুকুর খনন করে পাড় করায় পানি যাওয়া বন্ধ হয়ে যায়। এতে করে ওই এলাকার শত পরিবার ও ফলসি জমি পানিবন্দী হয়ে পড়ে। এ কারণে স্থানীয়রা সড়ক অবোধ করে করেন। পরবর্তীতে এসিল্যান্ডসহ প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পানি নিষ্কাশনের জন্য প্রদেক্ষপ গ্রহণ করা হয়েছে। অতি দ্রুত সমস্যা নিরসন হবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub