কুড়িগ্রামে গেল ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। গেল ২৪ ঘণ্টায় ১৫৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে জেলার রাজার হাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষাণাগার।
এদিকে বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়ে চলছে শনিবার বিকেল পর্যন্ত। ফলে চরম দুর্ভোগে খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণির মানুষজন। ভারি বর্ষণের কারণে ব্যাহত হয়ে পরেছে স্বাভাবিক জীবনযাত্রা।
বিজ্ঞাপন
শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রিডিং অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও ৪ দিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে।
টানা বৃষ্টিতে কুড়িগ্রাম জেলা শহরের বিভিন্ন রাস্তা ও অফিস চত্বরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের ওপর হাঁটু পানি জমেছে। উপজেলা শহরগুলোতেও জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।
শনিবার শহরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। কেউ কেউ দোকান খুললেও ছিল ক্রেতা সংকট। জেলা শহরের পিটিআই গেটের চা দোকানদার রণবীর বলেন, বৃষ্টিতে দোকান খোলা বন্ধ থাকা একই অবস্থা হয়ে গেছে। শহরে লোকজন কম। সড়কগুলোতেও দেখা গেছে সাধারণ মানুষের চলাচল কম। রিক্সা, অটোরিকশাসহ যানবাহনগুলো যাত্রী সংকটে পড়েছে। খুব একটা প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না মানুষজন। খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষরা কর্মহীন হয়ে পড়েছে।
কুড়িগ্রাম পৌর শহরের অটোচালক ইদ্রিস আলী বলেন, সকাল থেকে ৮০ টাকা আয় করে বসে আছি। যাত্রী নাই। বৃষ্টিতে মানুষ বাইরে বের হয় না। তিনদিন ধরে এমন অবস্থা।
বিজ্ঞাপন
এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে জেলার বড় নদ নদীর পানি সমতলে বৃদ্ধি পেতে শুরু করেছে। বৃষ্টি অব্যাহত থাকলে নদনদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। তবে এখনও বিপদসীমার নিচ পানি প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, টানা বৃষ্টিপাতের কারণে জেলার সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আপাতত বন্যার শঙ্কা নেই।
প্রতিনিধি/ এজে