বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

যশোরে বন্যা দুর্গত মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৪, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img

যশোরের কেশবপুরের হাজার হাজার বন্যা দুর্গত মানুষের মাঝে ক্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। শনিবার (৪ অক্টোবর) ঐ অঞ্চলে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

দলীয় নেতাকর্মীরা জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। বন্যার কারণে বাড়ি ঘর ছেড়ে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকূল, আলতাপোল, কেশবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া হাজার হাজার বানভাসি মানুষের হাতে ত্রাণের প্যাকেট তুলে দেওয়া হয়। এছাড়া কেশবপুর উপজেলা বিএনপি কার্যালয়েও সামনে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।


বিজ্ঞাপন


ত্রাণ সামগ্রী প্রদানকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পৌর বিএনপির সভাপতি  আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub