রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাতের আঁধারে পাঁচ শতাধিক সবজি গাছ কেটে দিল দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

loading/img

পটুয়াখালীর মহিপুরে রাতের আঁধারে কৃষক জাহাঙ্গীরের সবজি খেতের পাঁচ শতাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা তার খেতের লাউসহ অন্যান্য সবজিও কেটে দেয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মিশ্রীপাড়া গ্রামে ঘটনা ঘটে। এতে কৃষক জাহাঙ্গীরের কমপক্ষে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।


বিজ্ঞাপন


thumbnail_tr-20241004181129

উপজেলার মিশ্রীপাড়ার কৃষক জাহাঙ্গীর হোসেন জানান, তিনি রাত ১২টার দিকে খেত পাহারা দিয়ে বাসায় ফেরেন। সকালে এসে দেখেন তার পুরো খেতের গাছ কেটে ফেলা হয়েছে। রোদের তাপে‌ সব গাছের পাতা শুকিয়ে গেছে। কৃষক ৫০ শতাংশ জমিতে লাউ, চিচিঙ্গা, শসা, পুইশাকসহ বিভিন্ন প্রকারের শাক সবজি চাষ করেছিলেন।

আরও পড়ুন

শিকারীর ফাঁদ থেকে রক্ষা পেল ১৭ ঘুঘু

দিন মজুরের বড় ভাই আব্দুল জলিল বলেন, রাতে আমরা খেত পাহারা দিয়ে বাড়ি চলে গেছি। সকালে এসে দেখি খেতে ঝুলন্ত লাউগুলো মাঝ থেকে কাটা রয়েছে। তখনও বুঝেতে পারিনি গাছগুলো গোঁড়া থেকে কাটা হয়েছে। একটু রৌদ্র উঠলে আস্তে আস্তে গাছগুলো নেতিয়ে পড়ছে। পরে গাছের গোঁড়ায় গিয়ে দেখি গাছগুলো কেটে ফেলা হয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয় মেম্বর বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমি থানা পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করতে বলেছি। যারা এ কাজটি করেছে তারা ঘৃণিত কাজ করেছে।

thumbnail_tr-2-20241004181117

কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসাইন ঢাকা মেইলকে বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তা প্রদান করার আশ্বাস দেন তিনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার ঢাকা মেইলকে জানান, বিষয়টি আমাদের অবগত আছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন