রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

loading/img

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মো. সানজিদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় গুণবতী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


তিনি উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মো. খালেদ হোসেনের ছেলে।

নিহত সানজিদ গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে ও নিহতের ফুফা গুনবতী হাইস্কুলের শিক্ষক মো. মিলন জানান, শুক্রবার বেলা ১১টায় সানজিদ কর্তাম গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে গুণবতী বাজার থেকে পরোটা কিনে তার ফুফুর বাড়িতে যাচ্ছিল।

আরও পড়ুন

জামালপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৩  

এসময় চট্রগ্রামগামী সাগরিকা এক্সপ্রেসের একটি ট্রেন গুনবতী স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখে রেলওয়ে পার হওয়ায় চেস্টা করে। গুণবতী রেলস্টেশন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের দ্রুতগতির একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ আলম বলেন, সংবাদ কর্মীদের মাধ্যমে ঘটনাটি জেনেছি। বিস্তারিত জানতে গুণবতী রেলওয়ের সঙ্গে কথা বলে ফোর্স পাঠাচ্ছি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন