বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

টাঙ্গাইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img

টাঙ্গাইলের মির্জাপুরে বাসের ধাক্কায় আব্দুল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

বুধবার (২ অক্টোবর) সন্ধায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত আব্দুল মান্নানের বাড়ি জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পুর্বপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সন্ধায় সড়ক পারাপার হচ্ছিল। পথিমধ্যে ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ ঘটনায় মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার (উপ-পরিদর্শক) আনিছুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন