শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ঢাকা

ময়মনসিংহে নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা 

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ০৯:৫৫ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহে নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নৈশ প্রহরী আরমান মিয়াকে (২৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে আরমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: দিনাজপুরে মাছ ধরার জাল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

এর আগে সোমবার গভীর রাতে শিক্ষকদের বসার রুমে আরমানকে কোপানো হয়েছে। তখন ঘটনাস্থলের মেঝেতে রক্তের দাগের মাঝে কয়েকটি জুতার ছাপও দেখা গেছে। 

বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক মো. মুখেলেছুর রহমান জানান, হত্যাকাণ্ডের আগে গেটের তালা খোলা নাকি লাগানো ছিল, সেটি তিনি বলতে পারেন না।

আরও পড়ুন: চাঁদপুরে আপন ভাইকে পিটিয়ে হত্যা, আটক ৬


বিজ্ঞাপন


এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় কারা জড়িত তা খুঁজে বের করার কাজ চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর