শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ঢাকা

গাইবান্ধায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ০৭:৩৯ এএম

শেয়ার করুন:

গাইবান্ধায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় দেবেন্দ্র নাথ পাল (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের ইদিলপুরের একবারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফরিদপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল নারীর

নিহত দেবেন্দ্র নাথা পাল সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া (পাটনি পাড়া) গ্রামের মৃত হরেন্দ্র নাথ পালের ছেলে।

স্থানীয়রা জানান, ওই সময় দেবেন্দ্র নাথ পাল একদল শূকর নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এরই মধ্যে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা এসে দেবেন্দ্র নাথ পালের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।  

আরও পড়ুন: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু 


বিজ্ঞাপন


এ বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, দুর্ঘটনাস্থলে সরেজমিনে গিয়েছি। সেখানে সড়ক দুর্ঘটনায় দেবেন্দ্র নাথ পাল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর