রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) গত ১৬ জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. আবু সাঈদ নিহত হওয়ার ঘটনার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী চিহ্নিতকরণ ও শাস্তির ধরণ নির্ধারণের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যার গণশুনানির আজ প্রথম দিন।
মঙ্গলবার (১ অক্টোবর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসিক ভবনে সিন্ডিকেট রুমে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলেছে এই গণশুনানি। গণশুনানিতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তারা অংশগ্রহণ করতে পারবেন। তাদের কাছে থাকা তথ্যগুলো তারা আগামী ২ অক্টোবরের নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত কমিটিকে জমা দিতে পারবেন।
বিজ্ঞাপন
তথ্য প্রদান করতে এসে এক শিক্ষার্থী বলেন, আমাদের যাদের কাছে তথ্য প্রমাণ আছে এবং কোনো ভিডিও ফুটেজ আছে সেগুলো আমরা যদি আগামীকালকের মধ্যই প্রদান করি এবং যাদের কাছে প্রমাণ আছে কারও বিরুদ্ধে, সেই তথ্যগুলো প্রদান করলে আমাদের আইনের সাহায্য নেওয়া সহজ হবে। খুব দ্রুত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করতে পারবে।
তদন্ত কমিটির সদস্য সচিব ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমরা খুব দ্রুত একটি প্রতিবেদন জমা দেব এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব। ইতোমধ্য আমাদের কার্যক্রম শুরু করেছি। আপনারা তথ্য প্রমাণ দিয়ে আমাদের সহযোগিতা করবেন।
প্রতিনিধি/এসএস