ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসচাপায় আতোয়ার হোসেন (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে মানিকগঞ্জ পৌরসভার উচুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সদর উপজেলার ফায়ার সার্ভিস অফিসের অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তি মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের গুরখি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আতোয়ার হোসেন কাজ শেষে রাস্তার পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় একটি মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস অফিসের অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে একটি মিনি বাসের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে হাইওয়ে থানার পুলিশে কাছে মরদেহটি হস্তান্তর করি।
গোলড়া হাইওয়ে থানার এস আই শাহ-আলম বলেন, আতোয়ার হোসেনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোলড়া হাইওয়ে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
প্রতিনিধি/এসএস