বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ঢাকা

দুর্গা পূজায় ৬ দিন বন্ধ থাকবে হিলি বন্দরে আমদানি-রফতানি

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

দুর্গা পূজায় ৬ দিন বন্ধ থাকবে হিলি বন্দরে আমদানি-রফতানি

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি। পাশাপাশি বন্ধ থাকবে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম। তবে হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে বিষয়টি জানিয়েছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।


বিজ্ঞাপন


ফেরদৌস রহমান জানান, ‌দুর্গাপূজা উপলক্ষে আগামী ৯ অক্টোবর বুধবার থেকে ১৪ অক্টোবর সোমবার পর্যন্ত ছয়দিন বন্ধ থাকবে হিলি বন্দরে আমদানি-রফতানি। বন্ধ থাকবে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম। আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে আবারও আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হবে।

আরও পড়ুন

চট্টগ্রাম কলেজে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

হিলি ইমিগ্রেশনের ওসি বদিউজ্জামাল বলেন, স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী পারাপার স্বাভাবিক থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর