মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবৈধভাবে পাঠানোর সময় কুরিয়ার সার্ভিস থেকে ৭৫ বস্তা চা জব্দ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

অবৈধভাবে পাঠানোর সময় কুরিয়ার সার্ভিস থেকে ৭৫ বস্তা চা জব্দ

অবৈধভাবে চা পাঠানোর সময় পঞ্চগড়ের একটি পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস থেকে ৭৫ বস্তা তৈরি চা জব্দ করেছে কাস্টমস।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় জেলা শহরের রওশনাবাগ এলাকার এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস নামের প্রতিষ্ঠান থেকে চাগুলো জব্দ করা হয়।


বিজ্ঞাপন


এর আগে সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ওই পাঁচ প্রতিষ্ঠানের কর্মীরা চাগুলো এই পার্সেল অ্যান্ড কুরিয়ারে বুকিং করে।

thumbnail_20240930_215217

জব্দ করা ৭৫ বস্তা চায়ের প্রতিটি বস্তায় প্রায় ৫০ কেজি করে চা রয়েছে। বিপুল পরিমাণ এই চা রাজস্ব ফাঁকি দিয়ে পাঠানো হচ্ছিল রংপুর ও চট্টগ্রামে বলে জানা গেছে।

জব্দ করা চায়ের বস্তার মধ্যে গ্রিন স্কাই টি হাউজের ৮ বস্তা চা, নাফিজ জান্নাত টি হাউজ ২০ বস্তা, সাদিয়া টি হাউজ ১৫ বস্তা, চৌধুরী এন্টারপ্রাইজের ৩০ বস্তা ও ধানসিঁড়ি ট্রেড ইন্টারন্যাশনালের ২ বস্তা চা রয়েছে।


বিজ্ঞাপন


 কাস্টমস কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরেই জেলার পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কালোবাজারে চা লেনদেন করে আসছিলেন একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে রাতে জেলা শহরের রওশনাবাগ এলাকার এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস নামের প্রতিষ্ঠানে অভিযান চালায় কাস্টমস। এসময় তারা পাঁচটি প্রতিষ্ঠানের ৭৫ বস্তা চায়ের কাগজে গড়মিল পায়। এমনকি এর মধ্যে ৫৪টি বস্তার গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কোনো নাম ঠিকানা ছিল না।

আরও পড়ুন

সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক ১

সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ওই পাঁচ প্রতিষ্ঠানের কর্মীরা চাগুলো ওই পার্সেল অ্যান্ড কুরিয়ারে বুকিং করে। তবে অভিযানের সময় তাদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। পরে ৭৫ বস্তা চা জব্দ করে উত্তর বাংলা ট্রেড ইন্টারন্যাশনাল টি ওয়্যার হাউজে পাঠায় কাস্টমস।

এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের পঞ্চগড় শাখার ব্যবস্থাপক বিকাশ চন্দ্র রায় বলেন, আমরা আমাদের নিয়ম অনুযায়ী চায়ের বস্তাগুলো বুকিং নিয়েছি। ৬ দশমিক ৩ এর যে মুশক চালান ও প্রাতিষ্ঠানিক চালান রয়েছে তা দেখে মালামাল বুকিং করেছি। চালান থাকায় এখানে কোনটা বৈধ আর কোনটা অবৈধ তা দেখার কোনো সুযোগ নেই। এর মাঝে রাতে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার লোকজন এসে মালামালগুলো যাচাই বাছাই করবে বলে জব্দ করেছে।

thumbnail_20240930_220007

পঞ্চগড় কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ইমরুল হোসেন পাটোয়ারী বলেন, আমরা সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৭৫ বস্তা চা জব্দ করেছি। বস্তার গায়ে কিছু প্রতিষ্ঠানের নাম থাকলেও অনেক বস্তায় কোনো প্রতিষ্ঠানের নাম নেই। আমরা এই সব চায়ের নথি পরীক্ষা করে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করব। তবে আমরা প্রাথমিকভাবে দেখছি চাগুলো রংপুর চট্রগ্রামের দিকে যাচ্ছিল। যে নথিগুলো দিয়েছে, তাতে আমাদের প্রাথমিকভাবে সন্দেহ হয়েছে এবং গড়মিল রয়েছে বলেও জানান তিনি।

thumbnail_20240930_215442

অভিযানে পঞ্চগড় কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ইমরুল হোসেন পাটোয়ারী, চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেনসহ কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর