রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

নারায়ণগঞ্জে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, নারায়নগঞ্জ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৬ এএম

শেয়ার করুন:

মেহেদীর রঙ না মুছতেই নববধূর রহস্যজনক মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাসিব মিয়া নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলাইল এলাকায় এনআর পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জানা যায়, পোশাক কারখানার ১০ তলা ভবনে নির্মাণের সময় মাচা থেকে পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবপুর ইউনিয়নের ছোট সুরতাপুর গ্রামের আব্দুল নেওয়াজ ছেলে।

ফতুল্লা থানার উপ-পরিদর্শক নূরে আলম জানান, পোশাক তৈরির কারখানার একটি বহুতল ভবনে নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর