মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যৌথবাহিনীর হাতে সাবেক কৃষিমন্ত্রীর ছোটভাই আটক

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম

শেয়ার করুন:

যৌথবাহিনীর হাতে সাবেক কৃষিমন্ত্রীর ছোটভাই আটক

যৌথ বাহিনীর অভিযানে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুলকে আটক করা হয়েছে।

তিনি সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের ছোটভাই।


বিজ্ঞাপন


রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বাইরে থেকে তাকে আটক করা হয়।

জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মৌলভীবাজার সদর মডেল থানায় কলেজছাত্র তোফায়েল আহমেদ শরীফ বাদী হয়ে সম্প্রতি একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

শহীদদের রক্তের সঙ্গে কোনো আপস করা যাবে না: যুবদল সভাপতি

ওই মামলায় অন্যদের সঙ্গে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের ছোটভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে আসামি করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, আটক রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মডেল থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর