হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত। ৪ দিনের রিমান্ড শেষ হওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সোনার দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল মিয়া। এসময় আসামি পক্ষের লিগ্যাল এইডের আইনজীবী মামলায় জামিনের আবেদন করেন। দুটি আবেদনের শুনানী আগামী ১ অক্টোবর শুনানীর জন্য হাজিরার দিন ধার্য করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২য় রংপুরের এর বিচারক আসাদুজ্জামান। সেই সাথে আসামি কে সি/ ডব্লিউ মূলে কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণের আদেশ প্রদান করেন।
এর আগে তুষার কান্তি মন্ডলকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত আব্দুল্লাহ আল তাহির হত্যায় ৭ দিন এবং কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলো আদালত।
বিজ্ঞাপন
তুষার কান্তি মন্ডল রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য। তার নামে রংপুরের আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১১টি মামলা করা হয়েছে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পরেই তিনি গা ঢাকা দেন। এর আগে ১৭ সেপ্টেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ সিপিসি-২ ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
প্রতিনিধি/একেবি

