নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ কে এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সদরের মিলন পল্লি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ওসি আরও বলেন, সকালে স্থানীয়রা রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময়ে ট্রেনে কাটা পড়া এক পুরুষের মরদেহ দেখতে পায়। তা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বেলা সাড়ে ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
প্রতিনিধি/একেবি

