মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভারত সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে: চরমোনাই পীর

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ভারত বাক-স্বাধীনতার নামে, বিশ্বনবী হযরত মুহাম্মাদের (স.) বিরুদ্ধে কটুক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক আদালতে অবিলম্বে মোদি সরকারের বিরুদ্ধে মামলা করতে হবে।

বরিশালের গৌরনদী সরকারি গৌরনদী কলেজ মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের গৌরনদী উপজেলা শাখার আয়োজনে এই গণসমাবেশ হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

‘আর কোনো স্বৈরাচার সরকার জনগণ মেনে নেবে না’

চরমোনাই পীর আরও বলেন, বিগত সরকারের আমলে আমরা স্বাধীন দেশে পরাধীন ছিলাম। ৫ আগস্ট গণবিপ্লবের পর আমরা কথা বলার সুযোগ পেয়েছি। তাই এ অর্জন আমাদের ধরে রাখতে হবে। এজন্য দুর্নীতিবাজ, খুনি, গুমকারী ও জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না। গত ৫ আগস্টের পর সারাদেশের বিভিন্ন মন্দির ও থানা পাহারা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। আমরা সহিংসতার রাজনীতি বিশ্বাস করি না।

ইসলামী আন্দোলনের গৌরনদী উপজেলা সভাপতি মুফতি মুহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।

আরও বক্তব্য দেন- ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি মুফতী নেছার উদ্দিন প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন