নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় বাচ্চু (৩৮) নামে আরেকজন আহত হন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের গাজীর বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বগুড়ায় ছুরিকাঘাতে অটোচালক নিহত
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান ঢাকা মেইলকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শরিফুল ইসলাম লালপুর উপজেলার নান্দরায়পুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু
বিজ্ঞাপন
পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান ঢাকা মেইলকে জানান, শনিবার দুপুরে একটি যাত্রীবাহী বাস বনপাড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি নাটোর- ঢাকা মহাসড়কের গাজীর বিল এলাকায় পৌঁছলে নাটোর থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে শরিফুল ইসলাম মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী বাচ্চু আহত হন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শরিফুলের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরই বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তরের কাজ চলছে ।
প্রতিনিধি/ এমইউ

