সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে ইমদাদুল ইসলাম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বজ্রপাতে উপজেলা সদরের পাশের গ্রাম মুক্তিখলার একজন শ্রমিকের মৃত্যু ঘটে।
বিজ্ঞাপন
নিহত শ্রমিক উপজেলার মুক্তিখলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে ইমদাদুল ইসলাম। দুপুর দেড়টায় বাড়ির সামনে কাজ করার সময় বজ্রপাতের ঘটনায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন।
আরও পড়ুন
স্থানীয়রা জানান, বাড়ির সামনে কাজ করছিলেন তারা চার শ্রমিক। এসময় বজ্রপাতের ঘটনায় মাটিতে লুটিয়ে পড়েন ইমদাদুল ইসলাম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বর্মন জানান, হাসপাতালে নিয়ে আসার পর ইসিজি করে কোনো পালস পাইনি। ঘটনাস্থলেই বজ্রপাতে মৃত্যু ঘটেছে তার।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলম বলেন, নিহততের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস

