রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

নিখোঁজের ২৪ ঘণ্টা পর ধলেশ্বরী নদী থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ 
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

নিখোঁজের ২৪ ঘণ্টা পর ধলেশ্বরী নদী থেকে বাব-মেয়ের লাশ উদ্ধার

মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে সাঁতার শেখাতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পরে বাবা মহিদুর রহমান (৪৫) ও তার মেয়ে রাফার (১১) লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিংগাইর উপজেলার ধলেশ্বরী নদীর বায়রা খেয়া ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার 

এই বিষয়টি নিশ্চিত করেছেন বায়রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর (সদস্য) মো. সাজাহান।

মেম্বর মো. সাজাহান ঢাকা মেইলকে বলেন, আজ সকালে খেয়া ঘাটের থেকে একটু সামনে এলাকাবাসী রশির মাথায় বড়শির মতো বেঁকিয়ে কিছু একটা নদীতে টানতে থাকে। বেশ কিছুক্ষণ টানার পর ঘটনাস্থল থেকে আনুমানিক ১০-১৫ হাত ভাটিতে রশিতে টান পড়ে। পরে সেখান থেকে এলাকাবাসী নদীর তল থেকে বাবা-মেয়ের পাশাপাশি ডুবে থাকা লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ঝাঁপ দিয়ে অটোরিকশা চালকের মৃত্যু


বিজ্ঞাপন


উল্লেখ্য, বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে দু’জনেই নিখোঁজ হন। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ করলেও মরদেহ খুঁজে পায়নি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর