বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে প্রতিপক্ষরা

জেলা প্রতিনিধি, কু‌ষ্টিয়া
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img

কু‌ষ্টিয়ার খোকসা উপজেলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। হামলাকারী তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম ক‌রে হাত-পা ভে‌ঙে দেয়।

গুরুতর আহত অবস্থায় তা‌কে কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।


বিজ্ঞাপন


বুধবার (২৫ সে‌প্টেম্বর) সকা‌লে ইউনিয়‌নের শেখপাড়া বিহারীয়া গ্রা‌মে এ ঘটনা ঘটে।

আহত চেয়ারম‌্যা‌নের নাম ম‌জিবর রহমান। তিনি জা‌নিপুর ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) বর্তমান চেয়ারম‌্যান। এবং ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন

কুষ্টিয়া কলেজ ছাত্র হত্যা মামলার ৫ আসামি আটক

আহত চেয়ারম‌্যা‌নের ভাই শ‌হিদুল রহমান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জা‌নান, ‌২০১২ সাল থে‌কেই ভাইয়ের সঙ্গে প্রতিপক্ষ শামীম গ্রু‌পের রাজনী‌তিসহ বি‌ভিন্ন ঘটনা নি‌য়ে দ্বন্দ্ব চলে আস‌ছিল। এরই জেরে সকা‌লে ভাই খামা‌রে যাওয়ার জন‌্য বা‌ড়ি থে‌কে বের হ‌লে রাস্তায় মোটরসাইকেল থামাতে ব‌লে শামীম। এসময় শামী‌মের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নি‌য়ে চেয়ারম‌্যা‌নের ওপর হামলা ক‌রে। হামলাকারীরা চেয়ারম্যানের মাথাসহ শরী‌রের বি‌ভিন্ন অং‌শে ধারা‌ল অস্ত্র দি‌য়ে কুপিয়ে চ‌লে যায়। চেয়ারম্যানের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে নেওয়া হয়ে‌ছে। বর্তমা‌নে তার অবস্থা আশঙ্কাজনক। হাতুড়ি দিয়ে পিটিয়ে এক হাত ও এক পা ভে‌ঙে দেওয়া হ‌য়ে‌ছে। ধারা‌ল অস্ত্র দি‌য়ে কোপা‌নোর ফ‌লে অতিরিক্ত রক্তক্ষরণ হ‌চ্ছে। তা‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নি‌য়ে যাওয়ার প্রস্তু‌তি চল‌ছে।


বিজ্ঞাপন


ত‌বে এ বিষ‌য়ে শামী‌মের সঙ্গে যোগা‌যোগ করার চেষ্টা করা হ‌লেও সম্ভব হয়‌নি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যা‌য়েদ বলেন, ইউপি চেয়ারম্যান ম‌জিবর রহমা‌নের ওপর প্রতিপক্ষ গ্রু‌পের লোকজন হামলা চা‌লি‌য়ে‌ছে। তাকে কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে নেওয়া হয়েছে। অভিযোগ পে‌লে  তদন্ত ক‌রে ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর