সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাতানো বোনের বাড়িতে গাছকাটা শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ এএম

শেয়ার করুন:

পাতানো বোনের বাড়িতে গাছকাটা শ্রমিকের মৃত্যু
লিটন হাওলাদার (৪০)

ঝালকাঠির সদর উপজেলায় পাতানো বোনের (ধর্ম বোন) বাড়িতে লিটন হাওলাদার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নথুল্লাবাদ ইউনিয়নের বাড়ৈয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

লিটন হাওলাদার নলছিটি উপজেলার মগর ইউনিয়নের খাওক্ষির গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন গাছ কাটার শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে লিটন তার পাতানো বোন লিপির বাবাবাড়ি বাড়ৈয়ারা গ্রামে আসেন। এর আগেও তিনি ওই বাড়িতে আসা যাওয়া করতেন। রাত অনুমান আড়াইটার দিকে লিটন হাওলাদারের বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে তার ডাক চিৎকারে ঘরের অন্যান্য লোকজন সজাগ হয়। পরে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়েছে।

ওসি শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর