শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

তেলের ড্রাম বিস্ফোরণে প্রাণ গেল পেট্রোল পাম্প ম্যানেজারের

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম

শেয়ার করুন:

loading/img

নীলফামারীর ডোমারে ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে আব্দুল্লাহ হ্যাচারি এন্ড ফিলিং স্টেশনের ড্রামের লিকেজ বন্ধ করার সময় বিস্ফোরণে সোহাগ আলী (৩২) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চিলাহাটি বাজারের চৌরাস্তা এলাকায় আব্দুল্লাহ হ্যাচারি এন্ড ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুর আলম ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহাগ আলী উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের পাটোয়ারী পাড়া লিচু তলা গ্রামের ইরফান আলীর ছেলে। তিনি পেট্রোল পাম্পটির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

বিএনপি নেতাকে হত্যা করে মিষ্টি বিতরণ করেছিলেন আসাদুজ্জামান নূর

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ফিলিং স্টেশনের তেলের ড্রাম লিকেজ ধরা পড়লে তা বন্ধ করতে ওয়েল্ডিং মিস্ত্রী ডাকা হয়। লিকেজ বন্ধ করতে ওয়েল্ডিং করছি মিস্ত্রী। এ সময় পাশে দাঁড়িয়ে ছিলেন পেট্রোল পাম্পের ম্যানেজার সোহাগ। হঠাৎ ড্রামটিতে বিস্ফোরণ ঘটলে সোহাগের একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এবং আর আরেকটি পা ভেঙ্গে যায়। 


বিজ্ঞাপন


চিলাহাটি ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ফায়ার সার্ভিসের লিডার আরও বলেন, ড্রামে তেল রেখেই ওয়েল্ডিং করা হচ্ছিল। এ কারণে তেল গরম হয়ে ড্রামের ভেতরে আগুন ধরে যায়। এতে ড্রামের ঢাকনাটি খুলে পেট্রোল পাম্পের ম্যানেজারের দুই পায়ে আঘাত করে। একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় আর আরেকটি ভেঙ্গে যায়। এছাড়াও প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করে প্রথমে ডোমার উপজেলা হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই তিনি মারা যান।

প্রতিনিধি/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর