চৌগাছার সাঞ্চাডাঙ্গা গ্রামের প্রচেষ্টা ব্রিকসের মালিককে অপহরণ ও দখলের নয় বছর পর ৫ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রচেষ্টা ব্রিকসের মালিক চৌগাছার তারিনীবাস গ্রামের ড. আলা উদ্দিন বাদী হয়ে এ মামলা করেছেন।
বিজ্ঞাপন
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, চৌগাছার আন্দারকোটা গ্রামের তোফায়েল হোসেন ও তার ছেলে মাহাবুবুর রহমান, ফুলসারা গ্রামের আছির উদ্দিন, চাঁদপাড় গ্রামের গোলাম রসুল ওরফে ইউনুচ এবং ঝিনাইদহ মহেশপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নসরুল্লাহ।
মামলার অভিযোগে জানা গেছে, ড. আলা উদ্দিন সাঞ্চাডাঙ্গা গ্রামে মেসার্স প্রচেষ্টা ব্রিকস নামের একটি ইট ভাটা তৈরি করে ব্যবসা শুরু করেন। এরমধ্যে আসামি মাহাবুর, নসরুল্লাহ ও গোলাম রসুল ইট ভাটার মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি রাতে ইটভাটা থেকে চোখ বেঁধে ড. আলা উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। এরপর আসামিদের দাবিকৃত চাঁদার টাকা দিতে রাজি হলে চোখ খুলে দিয়ে তিনটি ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়। আসামি তোফায়েল হোসেন প্রচেষ্টা ব্রিকসের অংশীদার ও ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতো। পরের দিন ২৩ ফেব্রুয়ারি সকালে ড.আলা উদ্দিন ভাটায় গেলে আসামিরা অফিসে ঢুকে চাঁদার দাবি করে এবং মারপিট করে ড্রায়ারে থাকা ইট বিক্রির ১০ লাখ টাকা নিয়ে যায়। আসমিরা ইট তৈরির সব সরঞ্জাম দখলে নিয়ে নেয় এবং টিন সেডের অফিস ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর একপর্যায়ে আসামিরা ড. আলা উদ্দিনের হাত-পা বেঁধে পুলিশে সোপর্দ করে মিথ্যা নাশতকার মামলা দিয়ে কারাগারে পাঠায়। এরপর থেকেই বাদী পরিবার ছিল হুমকির মুখে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাদী এ মামলা করেন।
প্রতিনিধি/ এজে