সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভূ‌মি অফিস থেকে সহায়ককে তু‌লে নি‌য়ে গে‌লেন সা‌বেক চেয়ারম‌্যান

জেলা প্রতিনিধি, কু‌ষ্টিয়া
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

কু‌ষ্টিয়া সদর উপ‌জেলায় ইউনিয়ন ভূ‌মি অফিস থে‌কে এক অফিস সহায়ককে জোর ক‌রে তু‌লে নি‌য়ে যাওয়ার অভি‌যোগ উঠে‌ছে একই ইউনিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যা‌ন মোল্লা জাফরের বিরু‌দ্ধে।

মঙ্গ‌লবার (২৪ সেপ্টেম্বর) সকাল সা‌ড়ে ১১টার দি‌কে গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন ভূ‌মি অফিস চত্বরে এ ঘটনা ঘ‌টে।


বিজ্ঞাপন


তু‌লে নি‌য়ে যা‌ওয়া অফিস সহায়‌কের নাম মো. দুলাল আলী (৪৫)। তি‌নি কু‌ষ্টিয়া সদর উপ‌জেলার ‌জিয়ারখী ইউনিয়‌নের মেটনগ্রা‌মের বা‌সিন্দা। এ ঘটনার পর থে‌কেই ইউনিয়ন ভূমি অফিসে তালা ঝুল‌তে দেখা গে‌ছে।

কু‌ষ্টিয়া সদর উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান লাল্টু রহমান ব‌লেন, সদর উপ‌জেলা আওয়ামী লী‌গের সদস‌্য ও সা‌বেক ইউপি চেয়ারম‌্যান মোল্লা জাফরের নেতৃ‌ত্বে দুটি মোটরসাইকে‌লে ৪ থে‌কে ৫ জন ভূ‌মি অফিসে ঢু‌কে অফিস সহায়ক দুলাল‌কে জোর ক‌রে তু‌লে নি‌য়ে যায়। স্থানীয়রা তা‌দের‌কে পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দি‌কে যে‌তে দে‌খেছে।

আরও পড়ুন

মৌলভীবাজারে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

কু‌ষ্টিয়া সদর উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাতুল ইসলাম বলেন, জান‌তে পে‌রে‌ছি যে ভি‌পি জ‌মির রেকর্ড নি‌য়ে দ্বন্দ্বে অফিস সহায়ক‌ দুলাল‌কে তু‌লে নি‌য়ে গে‌ছে সা‌বেক চেয়ারম‌্যানের নেতৃ‌ত্বে তার লোকজন। এ ব‌্যাপারে মামলার প্রক্রিয়া চল‌ছে।

সরজ‌মি‌নে ইউনিয়ন ভূ‌মি অফিসে চত্বরে গি‌য়ে দেখা যায়, এলাকায় থমথ‌মে প‌রি‌বেশ বিরাজ কর‌ছে। ঘটনার পর আত‌ঙ্কে ভূমি অফিস তালা‌ মে‌রে চ‌লে গে‌ছে কর্মচারীরা।

টিপু নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমি বাজারে চা খেতে এসে দেখছি ভূমি অফিসে তালা দেওয়া।

এ বিষ‌য়ে জানার জন‌্য মোল্লা জাফরের মু‌ঠো‌ফো‌নে কল দি‌লে তি‌নি রি‌সিভ ক‌রেন‌নি।

ইসলামী বিশ্ববিদ‌্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত‌্যতা জা‌নি‌য়ে ব‌লেন, অফিস সহায়ক দুলাল‌কে উদ্ধা‌রে অভিযান চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub