চাঁদপুরের হাজীগঞ্জে সাপের কামড়ে দিপালী রানী সূত্রধর (৫০) নামে নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের উচ্চগাঁও গ্রামের সূত্রধর বাড়িতে এই ঘটনা ঘটে। দিপালী ওই বাড়ীর নিরঞ্জন সূত্রধরের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী।
বিজ্ঞাপন
নিহত নারীর দেবর পুত্র স্বপন সূত্রধর জানান, ভোর আনুমানিক ৫টার দিকে জেঠিমা ঘুম থেকে উঠে ঘর থেকে বের হবার সময় তার পায়ে সাপে কামড় দেয়। কামড় দিয়ে চলে যাওয়ার সময় জেঠিমা সাপটি দেখেন এবং তিনি ডাকচিৎকার দেন। এরপর সবাই মিলে তাকে বাড়ি থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে মারা যান।
স্বপন আরও জানান, বাড়িতে আনার পরে ওঝা আনা হয়। ওঝা বলেছে জেঠিমাকে গোখরা সাপে কামড় দিয়েছে।
সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন বলেন, সাপে কামড় দেওয়ার পরে ওই নারীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তিনি মারা গেছেন বলে পরিবার থেকে জানানো হয়েছে।
প্রতিনিধি/ এজে