বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঝালকাঠিতে বিএনপির উদ্যোগে তালের বীজ ও খেজুর চারা রোপণ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

loading/img

ঝালকাঠি সদর উপজেলা বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বজ্রপাতের হাত থেকে বাঁচতে ও হারিয়ে যাওয়া খেজুরের রস ফিরিয়ে আনতে তালের বীজ ও খেজুর চারা রোপণ করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক লেলিলের নেতৃত্বে বীজ রোপণ কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


ইউনিয়নের কল্যাণকাঠি বেইলি ব্রিজ এলাকায় বিএনপির শতাধিক নেতাকর্মী স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তার দুধারে জঙ্গল পরিষ্কার করে শতাধিক তাল বীজ রোপণ করে।

আরও পড়ুন

যমুনায় ধরা পড়ল ৩৯ কেজির বাঘাইড়

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা কৃষকদলের সভাপতি তকদীর হোসেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. তাওহীদ হোসেন, বিনয়কাঠি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম নয়ন,  বিনয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. গোলাম রাব্বী, সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে বিনয়কাঠি ইউনিয়নের অন্য সড়কগুলোতেও এ রকম তালের বীজ ও খেজুর চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসম্য রক্ষায় তালের বীজ ও খেজুর চারা রোপণের গুরুত্ব অপরিসীম।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন