বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘কাউকে চাঁদা দিবেন না, জমি ব্যবসা-প্রতিষ্ঠান দখল করলে জানাবেন’

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

loading/img

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য, ঢাকা মহানগর উত্তর সহকারী সেক্রেটারি, সোনাগাজী-দাগনভূঞা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক বলেছেন, সোনাগাজীতে চাঁদাবাজ-সন্ত্রাসীদের ঠাঁই নাই। আপনারা কাউকে চাঁদা দিবেন না। আপনাদের জায়গা-জমি, ব্যবসা-প্রতিষ্ঠান কেউ দখল করলে আমাদেরকে জানাবেন। জামায়াতের ওয়ার্ড ইউনিয়ন দায়িত্বশীলদের মাধ্যমে জানাবেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনাদের পারিবারিক, সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিবেন, আমরা আপনাদের ডাকে হাজির হব। আপনাদের সুখে-দুঃখে আমরা আপনাদের ভাই, প্রতিবেশী হিসেবে পাশে ছিলাম ও সবসময় থাকব ইনশাআল্লাহ।

শনিবার (২১ সেপ্টেম্বর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনীর সোনাগাজী উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ উপজেলার ৯টি ইউনিয়নের ২৩টি পূজামন্ডপের পরিচালনা কমিটির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলার উদ্যোগে মতবিনিময় সভায় প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও  ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুফতি আবদুল হান্নান, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন।

আরও পড়ুন

তারা আমাদের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে হত্যা করেছে: ডা. শফিকুর রহমান

পূজা উদযাপন পরিষদদের যুগ্ম সম্পাদক পলাশ বাবু ও উপজেলা জামায়াতের সেক্রেটারি এ এস এম বদরুদ্দোজার সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টাস ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মানিক চন্দ্র শর্মা, সোনাগাজী পৌরসভা ঐক্য পরিষদ সভাপতি বাবু শুকলাল দেবনাথ, সোনাগাজী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সমর দাস।

ফেনী জেলা সেক্রেটারি মুফতি আবদুল হান্নান বলেন, আপনাদের যেকোনো প্রয়োজনে জামায়াতকে পাশে পাবেন আমরা সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়াব। ফেনীতে বন্যার সময় হিন্দু ধর্মাবলম্বীদের সহায়তাকে আমরা গুরুত্ব দিয়ে দেখেছি। ভবিষ্যতেও আমরা বিপদে আপদে হিন্দু মুসলমান ভেদাভেদ করব না। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, সবাই বাংলাদেশি এটাই আমাদের পরিচয়। সংখ্যালঘু বলে আমরা কোনো শব্দ আপনাদের সঙ্গে যোগ করতে চাই না।


বিজ্ঞাপন


মতবিনিময় সভায় আসন্ন দূর্গা পূজায় বিশেষ সহযোগীতা করার আশ্বাস দেন পূজা উদযাপন পরিষদের সদস্যদেরকে।

thumbnail_Polish_20240921_180608827

সোনাগাজী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মানিক চন্দ্র শর্মা বলেন, ফেনী জেলায় হিন্দু সম্প্রদায়ের সাথে ৫ আগস্টের পর থেকে জামায়াতে ইসলামী যে ভূমিকা রেখেছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। মতবিনিময় সভার যে আয়োজন করা হয়েছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে যা অতীতে কেউ উদ্যোগ নেয়নি।

মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের ২৩টি পূজা উদযাপন কমিটির সদস্যরা, জামায়াতের উপজেলা নেতৃবৃন্দ ও ইউনিয়ন আমীররা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর