রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

বাইরের শক্তির ষড়যন্ত্রে রাঙামাটিতে সহিংসতা: হাসান আরিফ

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

বাইরের শক্তির ষড়যন্ত্রে রাঙামাটিতে সহিংসতা: হাসান আরিফ

রাঙমাটিসহ পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতায় বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটিতে স্থানীয় রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, দেশের বাইরের একটি অংশ পার্বত্য চট্টগ্রামের বিরাজমান সম্প্রীতি নষ্ট করতে চায়। তারই অংশ হিসেবে গত শুক্রবার রাঙামাটির সহিংস ঘটনা ঘটেছে।

হাসান আরিফ বলেন, ‘বৈঠকে সবাই বলেছেন আমরা সম্প্রীতি চাই। কিন্তু জানি না কোথায় ছন্দপতন হচ্ছে। ছন্দপতনের বিষয়ে সবাই একটি বাক্য উচ্চারণ করেছে; সেটি হলো ষড়যন্ত্র। বাইরে থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই সম্প্রীতি নষ্ট করার জন্য।’

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এর পেছনে কারা জড়িত সেটা বের করতে একটি শক্তিশালী তদন্ত কমিটি করা হচ্ছে। তাদের শক্ত হাতে দমন করা হবে।’

হাসান আরিফ বলেন, ‘রাঙামাটির দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি আমরা দেখেছি তাতে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে। সারাদেশের মানুষ এই সম্প্রীতিতে বিশ্বাসী। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই একসঙ্গে কাজ করবো। আশা করি রাঙামাটি সম্প্রীতির শহর হিসেবে বিশ্বে মাথা উঁচু করে থাকবে।’


বিজ্ঞাপন


সাংবাদিকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনারা যত সজাগ থাকবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ক্ষেত্রে সহযোগিতা করবেন; পরিস্থিতির তত উন্নতি হবে।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা, সেনাবাহিনীর চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান, বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর